বিয়ানীবাজার নিউজ ২৪ ডেস্ক। ২৩ ফেব্রুয়ারি ২০১৬।

বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসসহ যানবাহন ও শিল্প কলকারখানায় সব ধরনের গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা মার্চ মাস থেকে কার্যকর করা হবে। একই সাথে আগামী জুন মাস থেকে দ্বিতীয় দফায় এ ‍দাম বৃদ্ধি কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলা গ্যাসের জন্য খরচ যাবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে ফের বাড়বে ৯৫০ টাকায়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

তিনি আরও জানান, মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হবে ৩৮ টাকা। এটা জুনে গিয়ে দাঁড়াবে ৪০ টাকায়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিটপ্রতি খরচ যাবে ১৪.২০ টাকা, আর জুন থেকে এক্ষেত্রে খরচ করতে হবে ১৭.৪০ টাকা।

বর্তমানে প্রতি চুলা গ্য‍াসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা, আর ‍দুই চুলা ৬৫০ টাকা।