বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষামন্ত্রীর আগমন ও ১০ তলা ভবনের ভিক্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান উপলক্ষ্যে কলেজ প্রশাসনের উদ্যোগে আজ রবিবার দুপুরে বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধক্ষ প্রফেসার দ্বারকেস চন্দ্র নাথ এর সভাপতিত্বে শিক্ষক মিলনাতনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মঞ্জুর এ এলাহী, পৌর মেয়র মো. আব্দুস শুক্কুর, বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ সভাপতি ময়নুল ইসলাম ও আব্দুল আহাদ কলা, শিক্ষামন্ত্রী একান্ত সহকারী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো: ফজলুর রব, সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো: সরিফুল ইসলাম খাঁন, পিএইচজি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর হাসিব জীবন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, মো. জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ দিপু, ছালেহ আহমদ বাবুল, গৌছ উদ্দিন খান খোকা, পৌরকাউন্সিলর সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন ও এমাদ আহমদ প্রভাষক জহির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর সকাল ১১টায় বিয়ানীবাজার সরকারি কলেজের ১০ তলা ভবনের ভিক্তিপ্রস্থর স্থাপন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ আয়োজন সফল করা লক্ষে আজকের মতবিনিময় সভার আয়োজন করে বিয়ানীবাজার সরকারি কলেজ।