প্রবাস ডেস্ক। ০৫ জানুয়ারি ২০১৭।

কোরিয়া নাগরিকের হারিয়ে যাওয়া টাকা ভর্তি মানিব্যাগ ফেরত দিয়ে প্রবাসে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এক বাংলাদেশী। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর ছানাইয়া নামক স্থানে বিয়ানীবাজারের হাসনাত এ দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই কামার গ্রামে। তিনি মৃত ডাঃ ছনুহর আলীর ছেলে।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী থেকে কিছু দূরে ছানাইয়া নামক স্থানে কোরিয়ান এক প্রকৌশলী মি: উকি বাংলাদেশী মুদ্রা ৫ লাখ টাকা ও জরুরী কাগজপত্রসহ পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়। এ বেগে কোরিয়ান নাগরিক কার্ড, ব্যাংক কার্ড, গাড়ির লাইসেন্সসহ অন্যান্য জরুরী কাগজ পত্র ছিলো। বাংলাদেশী হাসনাত মানি ব্যাগটি পেয়ে ঠিকানা অনুযায়ি তা পৌঁছে দেন। তাতে কোরিয়ান নাগরিক খুশি হয়ে তাঁর দেশের নাগরিকদের নিয়ে বাংলাদেশী হাসনাত সততার প্রশংসা করেন এবং তাকে পুরস্কৃত করেন। এ সময় তারা বাংলাদেশ তথা সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারীদের প্রশংসা করেন। হাসনাত তিন ভাইযের মধ্যে ছোট। বড় ভাই ইকবাল হোসেনও সৌদি প্রবাসী।