বিয়ানীবাজার নিউজ ২৪। ০৮ মার্চ ২০১৭।

ঢাকায় জাতীয় পথ নাটক উৎসবে মাতালো বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড বিসাক’র নাটক ‘অন্তর বাউল’।  মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ পথ নাটক পরিষদ আয়োজিত জাতীয় কেন্দ্রিয় শহিদ মিনারে বিসাক’র নাট্যকর্মীরা এ নাটক মঞ্চস্থ করেন।

বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মাজহারুল হক পিন্টু রচিত ও আব্দুল ওয়াদুদের নির্দেশনায় প্রবাসী বাউল শিল্পী শহিদ কমরউদ্দিনের উপর নির্মিত হয়েছে নাটক অন্তর বাউল।

নাটক উপভোগের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারি সচিব জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ গিয়াস, বিসাকের সাবেক সভাপতি আব্দুস শুকুর।

জাতীয় পথ নাটক উৎসবে অন্তর বাউল পরিবেশন করতে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড ১৮ সদস্যদের নাটকের দল নিয়ে সোমবার রাতে ঢাকা রওয়ানা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় নাটক পরিবেশন করে রাত দশটায় বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন বিসাক’র নাট্যকর্মীরা। আজ বুধবার সকালে তারা বিয়ানীবাজারে এসে পৌছাঁন।