আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ইমিরেটাস পঞ্চখণ্ডের ভূমিপুত্র জ্ঞানতাপস ড. তপোধীর ভট্টাচার্য সিলেটে এসেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় শেওলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি স্ত্রী বিশিষ্ট গবেষক স্বপ্না ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, কবি ফজলুল হক, কবি মোশতাক আহমদ দ্বীন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সাবেক সভাপতি আব্দুস শুকুর ও সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাছুম আহমদ প্রমুখ।

ড. তপোধীর ভট্টাচার্য সিলেটে আয়োজিত বেঙ্গল ফাউন্ডেশনের কালি ও কলম সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দু’দিনের অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।

২৮ ফেব্রুয়ারি ভারত ফেরার পথে তার পৈতৃক বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের নয়াগ্রামে অবস্থানে করবেন। ঐদিন তিনি বিয়ানীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানিয়েছেন কবি ফজলুল হক।