প্রকাশ। ১১ ফেব্রুয়ারি ২০১৭।

কার দাসত্ব কে-বা করে
কোন মালিকের অধীনে
আমি তোমার দাস-গো খোদা
নিও তোমার চরণে

তুমি বাঁচাও তুমি মারো
তুমি-ই কাদাঁও আমারে
এপারে কষ্ট করি
সুখ যেন পাই ওপারে

তোমার হাতে নাঠাই রেখে
পাঠাই দিলায় দুনিয়ায়
ভবে এসে মায়ায় ফেঁসে
ভুলে যে আছি তোমায়

এই কর্ম আমারে ভাবায়
ছিন্ন হবো কেমনে?
সময় যে ফুরায়ে এল
সন্ধ্যা নামল জীবনে

এবার অামায় ভাবতে হবে
মুক্তি পাব কেমনে,
আমি তোমার দাস-গো খোদা
নিও তোমার চরণে।

-শিক্ষার্থী, একাদশ শ্রেণি, বিজ্ঞাণ বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ।